বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রকল্প অফিসে প্রতিদিন দেখা যায় অসংখ্য মানুষের ভিড়। তাঁদের কেউ এসেছেন হারানো জাতীয় পরিচয়পত্র নতুন করে তুলতে, কেউ এসেছেন পরিচয়পত্রের তথ্য সংশোধন করে নিতে। জেনে নিন এ জন্য কী করতে হবে।
Lost of National ID card জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে
Lost of National ID card জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে
বাংলাদেশ নির্বাচন কমিশনের ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় ভোটার তালিকা প্রদানে সহায়তা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপসচিব আনিস মাহমুদ জানান, কারও যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায়, পুনরায় তোলার জন্য তাঁকে প্রকল্প পরিচালক, পিইআরপি, নির্বাচন কমিশন সচিবালয় বরাবর আবেদন করতে হবে। আর এ আবেদন সরাসরি প্রকল্প অফিসে করা যাবে অথবা ওই ব্যক্তির নির্দিষ্ট উপজেলা বা জেলা নির্বাচন কমিশন কর্মকর্তার কার্যালয়ে করা যাবে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কার্যালয়ে নির্ধারিত আবেদনপত্র বিনা মূল্যে পাওয়া যাবে। আবেদনপত্রে আপনার পূর্ণনাম, পরিচয়পত্রের নম্বর ১৩ অথবা ১২ সংখ্যায় ভোটার নম্বর উল্লেখ করতে হবে। যদি পরিচয়পত্র নম্বর না থাকে, তবে ভোটার নম্বর দিতে হবে। এই নম্বর পাওয়া যাবে জেলা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে। তবে পরিচয়পত্র হারিয়ে গেলে প্রথমে আপনাকে স্থানীয় বা নিকটবর্তী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। ডায়েরির কপি, পূরণকৃত আবেদনপত্র (নিজে স্বাক্ষরিত), যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বরসহ আবেদনপত্রটি সরাসরি প্রকল্প পরিচালকের কার্যালয় বা জেলা/উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার দিন সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রাপ্তি রসিদ (হারানো) দেবে এবং ওই রসিদ নিয়ে নির্ধারিত তারিখে আপনি আপনার পরিচয়পত্র হাতে পাবেন। সাধারণত আবেদনের ৩৯ কার্যদিবসের মধ্যে নতুন পরিচয়পত্র সরবরাহ করা হয় বলে জানান আনিস মাহমুদ। তবে মনে রাখতে হবে যেদিন আপনার পরিচয়পত্র দেওয়ার কথা, এর পাঁচ দিনের মধ্যে সংগ্রহ না করলে আপনি আবারও ঝামেলায় পড়ে যেতে পারেন। এ-সংক্রান্ত যাবতীয় কাজ সংশ্লিষ্ট কার্যালয়গুলো বিনা খরচে করে দেবে। তাই কারও সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবেন না।
How to Make Correction সংশোধন করবেন কীভাবে
জাতীয় পরিচয়পত্রে দুই ধরনের ভুল থাকতে পারে। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র সহায়তা প্রদান প্রকল্পের ভোটার আউটরিচ কর্মকর্তা নাহিদ পারভীন জানান, নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্রে যে দুই ধরনের সংশোধনী হচ্ছে, তা হলো—ছাপা-সংক্রান্ত ভুল ও তথ্যের পরিবর্তন। ছাপা সংক্রান্ত ভুলগুলো খুব সহজভাবেই সমাধান করা যায়। এ জন্য আবেদন করতে হয় প্রকল্প পরিচালক বরাবর। নির্ধারিত আবেদন ফরম সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিসে পাওয়া যায়। সংগৃহীত আবেদনপত্রটিতে পরিচয়পত্র নম্বর, ভুল তথ্য ও সংশোধিত তথ্য উল্লেখ করার জন্য নির্ধারিত ঘর রয়েছে। আবেদনপত্রের নিচে স্বাক্ষর, নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখতে হবে। আবেদনপত্রের আগের ভুল তথ্যসংবলিত ভোটার পরিচয়পত্রটি সংযুক্ত করে দিতে হবে। কারণ কমিশন আপনাকে নতুন করে পরিচয়পত্র প্রদান করবে। তথ্য পরিবর্তনের জন্য আপনাকে আবেদনপত্রের সঙ্গে সংশোধিত তথ্যের পক্ষে প্রামাণিক দলিল দিতে হবে।
Change Information তথ্য পরিবর্তন প্রক্রিয়া
- জন্মতারিখ সংশোধন করতে চাইলে এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি সঙ্গে জমা দিতে হবে। তবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসির কম হয়, তবে পরিচয়পত্রের আগে ব্যবহূত কোনো প্রমাণপত্র জমা দিতে হবে। যেমন—পাসপোর্ট, জন্মনিবন্ধন সনদ, নিকাহনামা প্রভৃতি।
- নাম সংশোধন করতে চাইলে তাকে কোর্টের মাধ্যমে নাম এফিডেভিট করত হবে এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিতে পরিচয়পত্রে ব্যবহূত নাম, ঠিকানা ও প্রকৃত নাম উল্লেখ করতে হবে এবং এর সঙ্গে অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।
- যাঁরা বিয়ের পর বাবার নামের বদলে স্বামীর নাম লিখতে চান, তাঁদের আবেদনের সঙ্গে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- স্বামীর নাম বাদ দিয়ে বাবার নাম বসাতে চাইলে প্রামাণিক দলিল হিসেবে তালাকনামা ও বাবার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
- কারও পরিচয়পত্রে মায়ের নাম ভুল থাকলে তা সংশোধনের জন্য মা ও বাবা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
পরিচয়পত্র সংশোধনের আবেদন পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে সংশোধিত নতুন পরিচয়পত্র প্রদান করা হয়। তবে সংশোধনের জন্য আবেদনের সঙ্গে দেওয়া প্রমাণপত্র যথাযথ না হলে সেগুলো তদন্ত করে সঠিক প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠানো হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হয়।
মনে রাখতে হবে, আপনি আপনার আবেদন নির্বাচন কমিশনের যে কার্যালয়ে জমা দেবেন, ঠিক সেখান থেকেই তা সংগ্রহ করতে হবে। তবে হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় পাওয়া অথবা সংশোধনের যাবতীয় কাজ আপনি চাইলে সরাসরি নির্বাচন কমিশনের প্রকল্প অফিসে করতে পারবেন। আনিস মাহমুদ জানান, ‘উভয় ক্ষেত্রে যে নতুন পরিচয়পত্র দেওয়া হয়, তা প্রার্থীকে নিজে এসে অথবা প্রাপ্তি রসিদে অন্য কাউকে উত্তোলনের যথাযথ অনুমতি দিলে তিনিও তা তুলতে পারবেন।
এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আপনার জেলা/উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে অথবা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র সহায়তা প্রদান প্রকল্প, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা। ফোন: ৮১৫০৮৪৬
19 comments:
I want to change my signature (Bengali to English)
And also name spelling(rajb to rajib) what I have to do
i want to change ma permanent and present adderss. how could it possible?
How to Make Correction mY CARD
ADDRESS..??
2699038634578
একটি কার্ড পাওয়া গেছে নাম: মোহাম্মদ ফয়েজ উল্লাহৰ পিতা- মৃত হাফেজ আহাম্মদ, আ্ি নং- 1517840282526
রাস্তা নং/ হরিশপুর, হরিশপুর, ডাকঘর: সন্দ্বীপ-4330, চট্টগ্রাম।
My lost my voter ID Card. Masud Rana, Cell-01917758486, My Birth of Date: 05-05-1986
My lost my voter ID Card.My ID Card No:701665536686. Abdus Salam, Cell Me-01952-702981, My Birth of Date: 05-01-1981
My lost my voter ID Card.My ID Card No:701665536686. Abdus Salam, Cell Me-01952-702981, My Birth of Date: 05-01-1981
My lost my voter ID Card.My ID Card No:701665536686. Abdus Salam, Cell Me-01952-702981, My Birth of Date: 05-01-1981
Very Informative Post. Thanks for sharing.
--->>Details About National ID Card Bangladesh
How to change my date of birth? Please help me or call
Please SystemBazar Facebook Page Like Me Please https://www.facebook.com/SystemBazar/ এ সব পণ্য 100% জেনুইন, একেবারে নতুন এবং নির্মাতার পাটা সঙ্গে আসা যেখানেই SystemBazar.Bangladesh Dhaka
সবাই ইন্টারনেট মূল্যে পণ্য বিক্রি করার জন্য বাংলাদেশের বাজারে সিস্টেম বাজার.কম , আপনি বা কেতা হিসাবে, অংশ করতে পারবেন শত শত পণ্য থেকে চমত্কার বিক্রি করতে পারেন: কম্পিউটার এক্সেসরিজ, ইলেক্ট্রনিক্স জিনিসপত্র, গয়না, সব জিনিসপত্র, এবং আরো লক্ষ লক্ষ. আপনি খুব সহজেই একটি সিস্টেম বাজার বিক্রেতা হয়ে যাবে. শুধু নিবন্ধন এবং সফলভাবে সিস্টেম বাজার.কম আইটেম কেতা হিসাবে যারা হাজার হাজার মানুষ যোগ. তুমি কিসের জন্য অপেক্ষা করছ? www.SystemBazar.com
Please SystemBazar Facebook Page Like Me Please https://www.facebook.com/SystemBazar/ এ সব পণ্য 100% জেনুইন, একেবারে নতুন এবং নির্মাতার পাটা সঙ্গে আসা যেখানেই SystemBazar.Bangladesh Dhaka
সবাই ইন্টারনেট মূল্যে পণ্য বিক্রি করার জন্য বাংলাদেশের বাজারে সিস্টেম বাজার.কম , আপনি বা কেতা হিসাবে, অংশ করতে পারবেন শত শত পণ্য থেকে চমত্কার বিক্রি করতে পারেন: কম্পিউটার এক্সেসরিজ, ইলেক্ট্রনিক্স জিনিসপত্র, গয়না, সব জিনিসপত্র, এবং আরো লক্ষ লক্ষ. আপনি খুব সহজেই একটি সিস্টেম বাজার বিক্রেতা হয়ে যাবে. শুধু নিবন্ধন এবং সফলভাবে সিস্টেম বাজার.কম আইটেম কেতা হিসাবে যারা হাজার হাজার মানুষ যোগ. তুমি কিসের জন্য অপেক্ষা করছ? www.SystemBazar.com
আমার এবং নামের ইংরেজি বানানা বয়সের ভুল সংশোধন এবং আমার ছবি পরিবর্তন করা সহ আমার ঠিকানা পরিবর্তন করতে চাই। আমার ঠিকানা খুলনা ছিল এবং আমার ভাইয়ের ঠিকানা ছিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ; এখন ঢাকা কল্যাণপুর করতে চাই। আমার পিতা মাতার ভোটারের ঠিকানা খুলনা থেকে ঢাকা কল্যাণপুর করতে চাই। এই ব্যাপারে কোথায় কি কি করতে হবে তা জানালে উপকৃত হবো। আমার মোবাইল নাম্বার ০১৭১২৯৮৪৮৮৯/০১৭১১৩৫৬৯০০। প্লিজ উপকার করার জন্য যোগাযোগ করলে উপকৃত হবো।
হয়রানি না করে দ্রুত সেবা প্রদানের অনুরোধ করছি,তাতে জনসাধারণের আস্থা বাড়বে.ধন্যবাদ.
Wow! It's a great blog, I love it. Here is a post link about how to be a voter in Bangladesh. You may like it.
Thanks admin.
নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজ-পত্রের প্রয়োজন »
মোঃমাসুদ রানা
মোঃমাসুদরানা
Post a Comment