বিভিন্ন বাংলাদেশী ব্যাংক এর হিসাবের তথ্য
চাকরিজীবীরা চাইলেও পারেন না বড় ধরনের কোনো বিনিয়োগ করতে । একসঙ্গে অনেক টাকার ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় তাঁদের । মাসিক বেতন থেকে তো আর খরচ বাদে খুব বেশি টাকা থাকে না। ফলে করতে হবে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস । একটু একটু করে করা সঞ্চয় একদিন বড় হয়ে ওঠে । আপনাকে প্রয়োজনে সহযোগিতা করতে পারে । তাই সবারই উচিত নিয়মিত খরচের পাশাপাশি প্রতি মাসে যতটুকু পারা যায় সঞ্চয় করা । একসময় এটা যেমন বড় আকার ধারণ করবে, সঙ্গে পাবেন কিছু বাড়তি টাকাও। টাকা তো আর ঘরে রাখলে নিরাপদ থাকবে না । তাই টাকা জমানোর জন্য আপনি ব্যাংকে হিসাব খুলতে পারেন। আর ব্যাংকে আপনি ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিটের (এফডিআর) মাধ্যমে টাকা জমা রাখতে পারনে । এর বাইরে সঞ্চয়ী হিসাবে টাকা রাখলে পেতে পারেন বাড়তি টাকা। চলুন, জেনে নিই কোন ব্যাংকে টাকা জমা রাখলে তাঁরা আপনাকে কত টাকা হারে সুদ বা মুনাফা দেবে।
Dhaka Bank Ltd. - ঢাকা ব্যাংক লিমিটেড - www.dhakabankltd.com
Dhaka Bank Ltd. - ঢাকা ব্যাংক লিমিটেড - www.dhakabankltd.com
ঢাকা ব্যাংক লিমিঢেডে ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ বছর মেয়াদি ডিপিএস হিসাবের মাসিক কিস্তিগুলো আছে ৫০০, ১০০০, ১৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০০ টাকা। প্রদত্ত সুদের শতকরা হারগুলো: শতকরা ৬, ৭, ৮, ৮.৫, ৮.৭৫, ৯ ও ৯.৫ টাকা। এ ব্যাংকে আপনি এফডিআর করতে পারবেন ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদে। এবং সুদের হার যথাক্রমে শতকরা ৬, ৮ ও ৮.৫ টাকা। সঞ্চয়ী হিসাবে সুদের হার ৪ টাকা।
Duch-Bangla Bank Ltd. ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড - www.dutchbanglabank.com
Duch-Bangla Bank Ltd. ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড - www.dutchbanglabank.com
এখানে ডিপিএস আছে ৩, ৫, ৮ ও ১০ বছর মেয়াদে। মাসিক কিস্তি দিতে পারবেন ৫০০, ১০০০, ১৫০০, ২০০০, ২৫০০, ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। সুদের হার শতকরা ৭.৫ টাকা। এফডিআর করা যাবে ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদি। সব ক্ষেত্রে সুদ পাবেন ৮ টাকা। এ ব্যাংক সঞ্চয়ী হিসাবে সুদ দেবে ৪ টাকা হারে।
Citi Bank সিটি ব্যাংক - www.thecitybank.com
সিটি ব্যাংকে ডিপিএসের মাসিক কিস্তিগুলো ৫০০, ১০০০, ২০০০, ৫০০০, ১০০০০ থেকে ২০০০০ টাকা পর্যন্ত। আর মেয়াদকাল ৩, ৫, ৭ ও ১০ বছর। ডিপিএসে সিটি ব্যাংক আপনাকে সুদ দেবে শতকরা ৮.৫ হারে। এ ব্যাংকে এফডিআর মেয়াদগুলো হলো ৩ ও ৬ মাস এবং ১ বছর। সুদের হার নির্ধারিত আছে যথাক্রমে ৭, ৭.৫ ও ৮ টাকা (শতকরা হারে)। সিটি ব্যাংকে সঞ্চয়ী হিসাবে আপনি পাবেন শতকরা ৪ টাকা হারে সুদ।
National Bank Ltd. ন্যাশনাল ব্যাংক লিমিটেড - www.nblbd.com
এ ব্যাংকে পাঁচ ধরনের মাসিক কিস্তিতে ডিপিএস করা যাবে। মাসিক কিস্তি হলো ৫০০ থেকে ১০০০, ২০০০, ৫০০০ ও ১০০০০ টাকা। যেসব মেয়াদে ডিপিএস করা যাচ্ছে, সেগুলো ৩, ৬, ৮ ও ১০ বছর। প্রদত্ত সুদের হার শতকরা ৭.৭৫ থেকে ৯.৫ টাকা পর্যন্ত। ন্যাশনাল ব্যাংক লিমিটেডে এফডিআর আছে ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদে। এফডিআরে সুদের হার ধারাবাহিকভাবে শতবরা ৭.৭৫, ৮, ৮.২৫, ৮.৫ ও ৮.৭৫ টাকা। আর সঞ্চয়ী হিসাবে পাবেন আপনি শতকরা ৪.৫ টাকা।
তিন ও পাঁচ বছর মেয়াদে ডিপিএসের মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে এর গুণিতক এবং সুদের হার শতকরা ৯.৫ টাকা। এফডিআরের মেয়াদকাল ৩ ও ৬ মাস এবং ১ বছর। সুদের হার শতকরা ৮.২৫, ৯, ৯.২৫ ও ৯.৫ টাকা। সঞ্চয়ী হিসাবে সুদের হার শতকরা ৫ টাকা।
United Commercial Bank (UCB) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - www.ucbl.com
এ ব্যাংকে ডিপিএসে মাসিক কিস্তি আছে ৫০০, ১০০০, ৫০০০, ১০০০০, ১৫০০০ ও ২৫০০০ টাকা। মেয়াদকাল আছে ৫ ও ১০ বছর। সুদের হার শতকরা ৯ টাকা। এফডিআরের মেয়াদকাল ৩ ও ৬ মাস এবং ১ বছর এবং সুদের হার সব ক্ষেত্রে ৮.৫ টাকা। আর সঞ্চয়ী হিসাবে এই ব্যাংক গ্রাহককে দেবে শতকরা ৫ টাকা।
Mercantile Bank Ltd. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড - www.mblbd.com
Mercantile Bank Ltd. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড - www.mblbd.com
ডিপিএস মাসিক কিস্তি ২৫০, ৫০০, ১০০০, ১৫০০, ২৫০০ ও ৫০০০ টাকা। মেয়াদগুলো ৫, ৮ ও ১০ বছর। সুদের হার শতকরা ৮ থেকে ৯.২৫ টাকা পর্যন্ত। এফডিআরের মেয়াদ আছে ১, ৩-৯ মাস এবং ১ বছর। সুদের হার ৭, ৯ ও ৯.২৫ টাকা। এ ব্যাংকে সঞ্চয়ী হিসাবে সুদের হার শতকরা ৪.৫ টাকা।
Trust Bank ট্রাস্ট ব্যাংক - www.trustbank.com.bd
এ ব্যাংকে ডিপিএসগুলো হচ্ছে ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা। মেয়াদ আছে ৩, ৫, ৭ ও ১০ বছর। সুদ পাবেন শতকরা ৮ টাকা। এফডিআর হবে ১, ৩, ৬ মাস ও ১ বছর। সুদের হার হবে ৭, ৮, ৮.২৫ ও ৮.৫ টাকা। ট্রাস্ট ব্যাংকে সঞ্চয়ী হিসাব থাকলে সুদ দেয় শতকরা ৬ টাকা।
মাসিক কিস্তি আছে ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ থেকে সর্বোচ্চ ১০০০০ টাকা। ৮.৫০ টাকা হারে সবগুলোই ৫ বছর মেয়াদি। এ ব্যাংকে এফডিআর আছে ৩ ও ৬ মাস এবং ১ ও ২ বছর। সুদ ৭.২৫, ৭.৫, ৮ ও ৮.২৫ টাকা। সঞ্চয়ী হিসাবে সুদের হার ৬.৫ টাকা।
Agrani Bank অগ্রণী ব্যাংক লিমিটেড - www.agranibank.org
ডিপিএসের মাসিক কিস্তিগুলো ১০০০ থেকে ১০০০০ টাকা। মেয়াদকাল ৫ ও ১০ বছর। শতকরা সুদের হার ৭ ও ৯ টাকা। ৭.২৫, ৭.৫ ও ৮ টাকা সুদের হারে এফডিআরের মেয়াদকাল ৩ ও ৬ মাস এবং ১ বছর। সঞ্চয়ী হিসাব থাকলে পাবেন শতকরা ৪ টাকা।
Janata Bank Ltd. জনতা ব্যাংক লিমিটেড - www.janatabank-bd.com
ডিপিএস করতে পারবেন ৪ থেকে ১০ বছর পর্যন্ত। মাসিক কিস্তি ২০০ থেকে ৫০০০ টাকা। সুদ শতকরা ৮ টাকা থেকে ক্ষেত্রে বিশেষে ৯ টাকাও পাওয়া যাবে। এফডিআর হয় ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদে। এর সুদ শতকরা ৭, ৭.৫, ৭.৭৫ ও ৮ টাকা। জনতা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুললে সুদ দেয় শতকরা ৬ টাকা।
Pubali Bank Ltd. পূবালী ব্যাংক লিমিটেড - www.pubalibangla.com
পূবালী ব্যাংক লিমিটেডের ডিপিএসগুলো ৫০০, ১০০০, ১৫০০ ও ২০০০ টাকার মাসিক কিস্তির। মেয়াদকাল ৩ ও ৫ বছর। সুদের হার ধরা হয়েছে শতকরা ৮.২৫ থেকে ৯.৫ টাকা। এফডিআরের মেয়াদকাল ৩ ও ৬ মাস এবং ১ বছর। শতকরা ৭.৫, ৭.৭৫ ও ৮ টাকা হারে সুদ পাবেন আপনি। সঞ্চয়ী হিসাবে সুদের হার ৪.৫ টাকা।
Standardchartered স্ট্যান্ডার্ড চাটার্ড - www.standardchartered.com/bd
এ ব্যাংকে ডিপিএস করার সুযোগ কম। আপনি শুধু ৩ বছর মেয়াদি একটি হিসাব এ ব্যাংকে খুলতে পারবেন। তার জন্য প্রাথমিক জমা ১০০০০ টাকা। আর মাসিক কিস্তি ১০০০ টাকা। অর্থাৎ মোট ৪৬০০০ টাকা জমা করলে এককালীন পাবেন ৫৩ হাজার টাকা। এফডিআর করতে পারবেন ন্যূনতম ১ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর মেয়াদে। সুদ শতকরা ৪.৭৫ টাকা। আর সঞ্চয়ী হিসাবে বিভিন্ন বিভাগে (টাকা জমার পরিমাণ অনুযায়ী নির্ধারিত) ২.৫ থেকে ৫ টাকা হারে সুদ পাওয়া যাবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৮ ধরনের মাসিক কিস্তি সুবিধা রয়েছে। সেগুলো ১০০, ২৫০, ৫০০, ১০০০, ১৫০০, ২০০০, ২৫০০ এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত। মেয়াদগুলো হচ্ছে ৫, ৮ ও ১০ বছর। আর মুনাফার শতকার ৯ থেকে ১০ টাকা পর্যন্ত (শতকরা)। এখানে এফডিআর আছে ১, ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদি এবং মুনাফা পাবেন ৭.৫, ৯, ৯.২৫ ও ৯.৫ টাকা হারে। এ ব্যাংকে সঞ্চয়ী হিসাব রাখলে হিসাবধারীকে ৭.৭৫ টাকা শতকরা হারে মুনাফা দেবে ব্যাংকটি।
Shahjalal islami Bank শাহজালাল ইসলামী ব্যাংক - www.shahjalalbank.com.bd
ডিপিএস (লাখপতি ডিপোজিট স্কিম): কিস্তির হার ৪৫০, ৬৫০, ১২৫০ ও ২৩৫০ টাকা। মেয়াদ ৩, ৫, ৮ ও ১০ বছর। মুনাফার হার ব্যাংক কর্তৃক নির্ধারিত থাকবে। এফডিআরের মেয়াদ ৩ ও ৬ মাস এবং ১ বছর। মুনাফার হার ৯.২৫ ও ৯ টাকা (প্রাক্কলিত)। সঞ্চয়ী হিসাবে শতকরা ৪ টাকা মুনাফা পাবেন আপনি।
0 comments:
Post a Comment